নীলাদ্রি ব্যানার্জী শাসন ২৫তম KT গ্লোবাল স্কুল রেটিং ওপেন ২০২৫
06/11/2025 - নীলাদ্রি ব্যানার্জী অপরাজিত থেকে ৮.৫ পয়েন্ট করে ২৫তম KT গ্লোবাল স্কুল রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। তিনি সকলের থেকে এক পয়েন্ট এগিয়ে শেষ করেন। বর্তমানের ওড়িশা রাজ্য ২০২৫ চ্যাম্পিয়ন, তপন বাডামুন্ডি এবং জাতীয় অনুর্ধ-৯ ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন, সাত্ত্বিক সোয়াইন, দুজনেই ৭.৫ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁহারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹২০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹২৫০০০, ₹২০০০০ ও ₹১০০০০ সঙ্গে একটি করে ট্রফি। IIG স্পোর্টস একাডেমী এই পাঁচদিনব্যাপী নয় রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্ট আয়োজন করেছিলেন KT গ্লোবাল স্কুল, খড়দা, ওডিশা তৃতীয় থেকে ৭ই অক্টোবর ২০২৫। ইহা নীলাদ্রির বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়।

