কৌস্তুভ কুন্ডু প্রথম শিলিগুড়ি SCGC রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

by সাহিদ আহমেদ - 12/09/2025

IM কৌস্তুভ কুন্ডু অপরাজিত থেকে ৯ পয়েন্ট করে প্রথম শিলিগুড়ি SCGC রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। তিনি সকলের থেকে ০.৫ এগিয়ে শেষ করেন। সৌমিক বন্দোপাধ্যায় একক ৮.৫ পয়েন্ট করে দ্বিতীয় স্থান অধিকার করেন। চারজন খেলোয়াড় - রাহুল গুরুং, সুধাংশু রঞ্জন, অর্পণ দাস ও FM কুমার গৌরব প্রত্যেকেই ৮ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁরা তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পান যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৪০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৭০০০০, ₹৫০০০০ এবং ₹৩০০০০ সঙ্গে একটি করে ট্রফি। শিলিগুড়ি চেস গার্ডিয়ান'স ক্লাব এই ছয়দিনব্যাপী দশ রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন শিল্পাঞ্চল ভবন, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে ১২ই থেকে ১৭ই আগস্ট ২০২৫। ইহা কৌস্তুভের বছরের পঞ্চম রেটিং টুর্নামেন্টে বিজয়, দ্বিতীয় আগস্ট মাসে দুই সপ্তাহের মধ্যে। ছবি: অভিজিত বিশ্বাস

কৌস্তুভের বছরের পঞ্চম টুর্নামেন্ট বিজয়

প্রথম - IM কৌস্তুভ কুন্ডু ৯/১০ | ছবি: অভিজিত বিশ্বাস

শীর্ষ তিন (বাম থেকে ডান দিক): তৃতীয় রাহুল গুরুং ৮/১০, প্রথম IM কৌস্তুভ কুন্ডু ৯/১০ এবং দ্বিতীয় সৌমিক বন্দোপাধ্যায় ৮.৫/১০ | ছবি: অভিজিত বিশ্বাস

IM কৌস্তুভ কুন্ডু অপরাজিত থেকে ৯ পয়েন্ট করে, সকলের থেকে ০.৫ পয়েন্ট এগিয়ে শেষ করে এবং ১.২ এলো রেটিং পয়েন্ট অর্জন করেন

শিলিগুড়ির ছেলে FM সাম্যক ধারেওয়া ৭.৫ পয়েন্ট করে সপ্তম স্থান লাভ করেন | ছবি: অভিজিত বিশ্বাস

ভারতবর্ষের অন্যতম সেরা প্রশিক্ষক IM FT IA নীরজ কুমার মিশ্র কিছু বক্তব্য রাখলেন | ছবি: অভিজিত বিশ্বাস

প্রদ্বীপ জ্বালানোর মুহূর্ত | ছবি: অভিজিত বিশ্বাস

খেলা চলাকালীন | ছবি: অভিজিত বিশ্বাস

খেলোয়াড়, অভিভাবক ও তাঁদের সহগামী | ছবি: অভিজিত বিশ্বাস

সংগঠক - শিলিগুড়ি চেস গার্ডিয়ান'স ক্লাব | ছবি: অভিজিত বিশ্বাস

টুর্নামেন্ট হল - শিল্পাঞ্চল ভবন, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ | ছবি: অভিজিত বিশ্বাস

শিলিগুড়ি চেস গার্ডিয়ান'স ক্লাবের সম্পাদক, অভিজিত বিশ্বাস মহাশয়কে অনেক ধন্যবাদ ছবি এবং তথ্য শেয়ার করার জন্য।

 

মোট ২৮৪ জন খেলোয়াড় তিনজন IM সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন। শিলিগুড়ি চেস গার্ডিয়ান'স ক্লাব এই ছয়দিনব্যাপী দশ রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন শিল্পাঞ্চল ভবন, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে ১২ই থেকে ১৭ই আগস্ট ২০২৫। সময় নিয়ন্ত্রন করা হয়েছিল ৯০ মিনিট + ৩০ সেকেন্ড বৃদ্ধি প্রত্যেক দানের জন্য।

ফলাফল

Rk.SNoNameTypsexGrFEDRtgClub/CityPts. TB1  TB2  TB3  TB4  TB5  TB6 
12IMKaustuv KunduIND2386West Bengal966,57163,3082
217Soumick BandopadhyayU15IND1942West Bengal8,56064,552,3085
315Gurung RahulIND1991Sikkim86568,551,8074
411Sudhanshu RanjanIND2020Bihar862,56650073
510Arpan DasIND2035West Bengal860,563,549,8061
66FMKumar GauravIND2062Bihar854,558,545,5073
73FMSamyak DharewaNBIND2305Siliguri7,5646848072
813Borkhetariya Devarsh MIND2004Gujrat7,563,566,546,5072
912Sagnik HalderU15IND2006West Bengal7,5636646073
1024Triparno GhoshU15NBIND1887Jalpaiguri7,560,565,547072
1120Ankit DasU13NBIND1910Jalpaiguri7,560,565,546,3072
1214CMChatterjee K.K.S60IND1999West Bengal7,559,56547074
134IMMishra Neeraj-KumarIND2096West Bengal7,5596346,3052
1416Shankhodip DeIND1964West Bengal7,5576143,8073
1530AIMShankhadeep MaityIND1820West Bengal7,5566042074
1636Suravi BhattacharyawIND1778West Bengal7,547,55537,8074
179Rupam MukherjeeIND2044West Bengal76368,545,3062
1825Himanshu RanjanIND1866Bihar76266,544,3052
1929Anushka GuptawIND1822West Bengal761,56544053
2022Kirthika BU15wIND1890Telengana7616643,5074
2121Kishan KumarIND1899Bihar760,565,543,5052
2232Divyanshu Kumar SinghIND1814Bihar7606238,5073
2323N. TarunIND1889Delhi758,56442074
2441AFMShreyan BagU13IND1701West Bengal758,56240,8053
2543Amiyanshu BhowalU15NBIND1667Siliguri7586340,3062
2635AIMSwapnabha NeogiU15IND1781West Bengal75861,540,5063
2728Biswas Gopal ChandraIND1823West Bengal757,562,542063
2840Shreyaskar TantiU13IND1714West Bengal75659,537,5073
2942Rohan KumarIND1692Bihar75658,537,5063
307Uttam SarkerIND2061West Bengal755,558,539,8063

বিস্তারিত



Contact Us